“চলে যায় বসন্তে দিন!”
কী অদ্ভুত কথা! বসন্তের দিন কেন চলে যাবে? কোন কিছুই তো চলে যায় না। এক বসন্ত যায়, আরেক বসন্ত আসে। স্বপ্ন চলে যায়, আবারো ফিরে আসে।
আমি হিমু!
আমি কেন বলব – “চলে যায় বসন্তের দিন”। আমার মধ্যে কি কোন সমস্যা হয়েছে? কী সেই সমস্যা?
হুমায়ূন আহমেদ স্যারের লেখা হিমুকে নিয়ে অসাধারণ উপন্যাস “চলে যায় বসন্তে দিন”। বস্তুত স্যারের আওব উপন্যাসই অসাধারণ। এটি পেতে হলে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment