Thursday, April 21, 2011

অপেক্ষা


সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে।
       ছেলের নাম ইমন। বয়স পাঁচ বছর তিন মাস। মাথা ভর্তি কোকড়ানো চুল। লম্বাটে ধরণের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোন এক বিচিত্র কারণে গোলগাল দেখায়, আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদভ্যাস পেয়েছে সে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভুরু সহজে মসৃণ হয় না।

অসাধারণ একটা বই অপেক্ষা। এই বইটি ডাউনলোড করার জন্যে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন।

No comments:

Post a Comment